আজ ৩১ আগস্ট ২০২১ রবিবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ সিংহ উত্তরার রাজলক্ষ্মী, আজমপুর এলাকা ও উত্তরা ১২,১৩ নম্বর সেক্টর এলাকায় খাদ্য স্থাপনা পরিদর্শন এবং খাদ্য নমুনা পরীক্ষা করেন। এসময় কাঁচাবাজার, রেস্টুরেন্ট, কনফেকশনারি ও স্ট্রিট ফুডের খাদ্য ব্যবসায়ীদের খাদ্য নিরাপদতা সংশ্লিষ্ট বিভিন্ন দিক ব্যাখ্যা করার মাধ্যমে সচেতন করা হয়। পরবর্তীতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল ল্যাবরেটরিতে তাৎক্ষণিক খাদ্য নমুনা পরীক্ষা করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন নমুনা সংগ্রহ সহকারী আলামিন।